এসএম জামাল, কুষ্টিয়া থেকে: কুষ্টিয়ায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত অ্যাক্রোবেটিক শো দেখে শিশু সহ সকল শ্রেণি-পেশার দর্শক উচ্ছসিত হয়েছেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোমুগন্ধকর এ অ্যাক্রোবেটিক শো’র আয়োজন করে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিল্পীরা নান্দনিক ও বৈচিত্র্যময় কলাকৌশল নিয়ে এ অ্যাক্রোবেটিক শোতে অংশ নেয়।
অনুষ্ঠান শেষে জেলা কালচারাল অফিসার সুজন রহমান বলেন, শিল্পমাধ্যম সার্কাসের প্রধানতম অঙ্গ অ্যাক্রোবেটিক শিল্প সমগ্র পৃথিবীতে সমাদৃত ও মর্যাদাপূর্ণ। অ্যাক্রোবেটিক শো দেখতে মিলনায়তনে ভীড় করে হাজারো শিশু-নারীসহ নানা বয়সের দর্শনার্থী। আগামীতে উন্মুক্ত মঞ্চে এ অ্যাক্রোবেটিক শোর আয়োজন করা হবে বলেও জানান তিনি।
দর্শক রাসেল পারভেজ বলেন, ছোট্ট একটি রিং এর মধ্য দিয়ে ৩ জন মানুষ কিভাবে বের হয় তা দেখে আমি নিজেও শিহরিত হয়ে উঠেছি। এই শো-তে আমার মতো দর্শকরা খুবই আনন্দ উপভোগ করেছেন।
শাহীন সরকার জানান, দেশের অ্যাক্রোব্যাট শিল্পীরাই প্রমাণ দিলেন তাঁরাও পিছিয়ে নেই। জমজমাট অ্যাক্রোবেটিক শো দেখে চোখের পাতাও ফেলতে পারেনি দর্শকরা।

Discussion about this post