কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া সদর উপজেলায় আব্দুর রহমান উজ্জল (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৮ জুন) সকালে সদর উপজেলার পাটিকাবাড়ি
ইউনিয়নের তাহাজমোড় এলাকার নিজ বসত ঘর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। মাথায় গুলিবিদ্ধ রক্তাক্ত জখম মরদেহের পাশ থেকে একটি পিস্তল ও একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
নিহত উজ্জল স্থানীয় বাসিন্দা মৃত: ওসমানের ছেলে। উজ্জল একটি বিস্কুট কোম্পানির পরিবেশক ব্যবসায়ী ও স্থানীয় পাটিকাবাড়ি বাজারে একটি ফটোকপির দোকান রয়েছে।
সংশ্লিষ্ট নিকটস্থ পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের এসএসআই শামসুল হক জানান, নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে এবং পাশেই একটি বিদেশি পিস্তল পাওয়া গেছে। ঘটনাটি একটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘তাহাজমোড় এলাকায় নিজ জমিতে একটি টিনশেড ঘরে একাই বসবাস করতেন উজ্জল। পারিবারিক কলহের কারণে প্রায় তিন মাস পূর্বে স্ত্রী তার একমাত্র শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি গিয়ে অবস্থান করছিলেন। এরপর থেকে উজ্জল পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে
পড়েন। রবিবার সকালে অন্যান্য দিনের মতো ঘুম থেকে না উঠায় পরিবারের নিকটজনেরা ডাকা ডাকি করে কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকে
নিজ বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে নিহতের লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল সংশ্লিষ্ট কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, ‘গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। লাশের পাশে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের ফরেনসিক রিপোর্ট পেলেই জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

Discussion about this post