মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনীতে ২০২৪-২৫ মৌসুমে ব্লক প্রদর্শনীর মাধ্যমে সমলয় পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার রাইপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের গড়ানের মাঠে এ চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রকৌশলী সুবল চন্দ্র বিশ্বাস, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা, এসময় উপসহকারী কৃষি অফিসার মতিউর রহমান, শাহিনুর রহমান, জুয়েল রানা, ইমরান হোসেন, সুজন কুমার বিশ্বাস, নাইমুর রহমান ও গিয়াস উদ্দিনসহ উপজেলার সকল উপসহকারী কৃষি অফিসার ও এলাকার কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, কৃষি প্রণোদনার অংশ হিসেবে গাংনী উপজেলার গোপালনগর গ্রামের ৬০ জন কৃষকের ৫০ একর বা ১৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষ করা হবে।

Discussion about this post