বিপ্লব দাস, চট্টগ্রাম : চট্টগ্রামে শিল্পকলা একাডেমীতে চীনা নববর্ষ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও চট্টগ্রাম তথা বাংলাদেশের বিখ্যাত ঢোলবাদন দল বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস ও সহশিল্পীদের ঢোল বাদনের মধ্য দিয়ে চীনা অপেরা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) সন্ধ্যা ৭.০০টায়
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় বাংলাদেশস্থ চীনা দূতাবাসের উদ্যোগে চীনা নববর্ষ ২০২৫ উপলক্ষে ঝেজিয়াং উ অপেরা (Zhejiang Wu Opera) দলের শিল্পীদের পরিবেশনায় চীনা অপেরা সাংস্কৃতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বিনয়বাঁশীর পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাসের মনোমুগ্ধকর ঢোল বাদনে সহশিল্পী বিমল জলদাস, বিধান দাস, দোলন জলদাস, সুজন দাস ও আকাশ দাস এর যৌথ ঢোলবাদন শৈলীতে ঢোলের তালে তালে বাঁশির সুরে কাপ্তাই শিল্পকলা একাডেমীর মারমা দলের পাহাড়ি নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনায় মাতিয়ে রাখেন দর্শক শ্রোতা সকলকে
এরপর চীনা অপেরা শিল্পীদের একের পর এক সমবেত নৃত্য, মার্শাল আর্ট, বাঁশি বাদন, সহ ইত্যাদি যন্ত্রকৌশল ও গানের মাধ্যমে চীনের ইতিহাস সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরেন চীনা শিল্পীরা।
এসময় বাঙালি ও বিদেশীদের এক মিলন মেলায় পরিণত হয়েছিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন।
সাংস্কৃতিক পরিবেশনা শেষে সমবেত সকল দেশি বিদেশি শিল্পীদের উপস্থিতিতে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত ৯:৩০ মিনিটে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কাট্টলি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান,
চীনা’র ফার্স্ট সেক্রেটারি ইউ ইযাং
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন, তিনি বলেন বাংলাদেশের সংস্কৃতি যেন বিশ্ব দরবারে পৌঁছে যায় পারস্পরিক সংস্কৃতি বিনিমের মাধ্যমে তারই ধারাবাহিকতায় এই আয়োজন।

Discussion about this post