কুষ্টিয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ইবি ট্রেজারার বিশিষ্ট ফোকলর গবেষক ড. আনোয়ারুল করীম সরল প্রাণ মানুষ ছিলেন।
সমাজের অনেক উঁচু স্হানে অবস্হান করলেও পরিচিত জনদের সাথে দেখা হলে বুকে জড়িয়ে ধরতেন।মাথায় হাত বুলিয়ে দিয়ে কাছ টেনে নিতেন।খোঁজ খবর নিতেন।
২ জুন সোমবার দুপুরে কুষ্টিয়া সরকারী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক স্মরণ সভায় বক্তারা একথা বলেন।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে মরহুমের বর্নাঢ্য জীবনের ওপর আলোচনায় অংশ গ্রহন করেন ,সাবেক সচিব শামস আল মুজাদ্দিদ, সাবেক সচিব ড. সুলতানা আফরোজ,উপাধ্যক্ষ প্রফেসর ডঃ আব্দুল লতিফ,ড.মো রোকনুজ্জামান, সাহিত্যিক আলম আরা জুঁই, প্রফেসর আলী মোস্তফা,ড. , প্রফেসর মোঃ ইকবাল হোসেন,প্রফেসর বাদশা জাহাঙ্গীর, নবীনুর রহমান খান,কর্মচারী রিয়াজুদ্দিন বাদশা প্রমূখ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Discussion about this post