রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: পটুয়াখালীতে একটি মন্দির ও স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটছে।
বুধবার দিবাগত রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে। পাষাণময়ী কালী মাতার মন্দিরটি সদর উপজলা ভূমি অফিসের সংরক্ষিত এলাকার মধ্যে এবং স্বর্ণের দোকানটি ১শ গজ দুরে নতুন বাজার স্বর্নকার পট্টিতে।
পাষাণময়ী কালী মন্দিরের পুরোহিত নিটুল গাঙ্গুলী ও তার স্ত্রী সীমা রানী গাঙ্গুলী জানান, ভোর ঘুম থেকে উঠে তারা দেখেন বাইরে থেকে তাদের ঘরের দরজা বন্ধ। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দরজা খুলে মন্দিরে গিয়ে দেকেন দরজা খোলা। মন্দিরের ছোট একটি নারয়নের পিতলের মুর্তি, কাসা-পিতলের থালা-বাসন ও প্রনামী বক্সের টাকা পয়সা খোয়া গেছে। এদিকে একই রাতে নতুন বাজার স্বর্ণকার পট্টিত দূর্জয় গোল্ড হাউস নামের একটি স্বর্ণের দোকানেও চুরি হয়েছে।
দোকান মালিক মৃণাল কর্মকার জানান, বুধবার রাত সাড়ে নয়টায় তিনি দোকান বন্ধ করেন। ভোরে হাটতে বেরিয়ে দোকানের সামনে গিয়ে তালা ভাঙ্গা দেখত পান। তার দোকানের সিন্দুক ভেঙ্গে নগদ টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোর।
পটুয়াখালী সদর থানার ওসি মোঃ ইমতিয়াজ জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে। যেসব স্থানে চুরির ঘটনা ঘটেছে তার আশেপাশে সিসি ক্যামেরা রয়েছে, ফুটেজ দেখে চোর শনাক্ত করা সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা।
উল্লখ্য, এই এলাকায় প্রায় রাতেই এমন চুরির ঘটনা ঘটেছে অথচ সড়কে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও এর কোন প্রতিকার হচ্ছেনা বলে জানিয়েছে এলাকাবাসী।

Discussion about this post