মারফত আফ্রিদী, মিরপুর: শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বেলা ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযুজ কুমার সাহা, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার জুলেখা খাতুন, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন প্রমুখ। অনুষ্ঠান শেষে পুষ্টির উপর রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Discussion about this post