মেহেরপুর প্রতিনিধি: জাবেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আহ্বায়ক কমিটিতে সদ্য সাবেক সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন ও সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি আমজাদ হোসেনকে সদস্য রাখা হয়েছে।
আজ রোববার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে।
আহ্বায়ক কমিটিতে জাভেদ মাসুদ মিল্টন আহ্বায়ক, ক্রমান্বয়ে যুগ্ম আহ্বায়ক হলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফয়েজ মোহাম্মদ। সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম।
এদিকে আহ্বায়ক কমিটি ঘোষণা করাই কেন্দ্রীয় বিএনপিকে স্বাগত জানিয়ে গাংনীতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে বিএনপির জাভেদ মাসুদ মিল্টন সমর্থকরা।

Discussion about this post