আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে জলকন্যা সাহিত্য পরিষদের নিয়মিত প্রকাশনা,জলকন্যা কাব্যগ্রন্থে”র মোড়ক উন্মোচন ও গুনীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক,সাংবাদিক ও গবেষক রনেন্দ্র তালুকদার পিংকুর পৃষ্টপোষকতায় শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে জলকন্যা কাব্যগ্রন্থে”র মোড়ক উন্মোচন ও গুনীজনদের সম্মাননা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জলকন্যা সাহিত্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান কবি কোহিনুর বেগমের সভাপতিত্বে ও জলকন্যা পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক মশিউর রহমান ও রোকসানা ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারী কলেজের (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি ও গবেষক সুখেন্দু সেন,লেখক ও গবেষক কুমার সৌরভ,সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের(অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ ও সাংবাদিক শেরগুল আহমদ,ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নুরুজ আলী,দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়,ডেইলি সুনাসমগঞ্জ ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক রওনক আহমদ বখত,রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক লতিফুর রহমান রাজু,এডভোকেট মুজিবুর রহমান,এডভোকেট খলিল রহমান,রাজেশ কান্তি দাস,আলহাজ¦ শেখ এম এ ওয়ারিশ,কবি ইয়াকুব বখত বহলুল,সলিল বাচ্চু,সহ অনেকেই। এছাড়াও এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণপেশার লোকজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,হাওরের জেলা সুনামগঞ্জ হচ্ছে কবি,সাহিত্যিক,লেখক ও সংস্কৃতিসেবীদের একটি উর্বর জায়গা। এই জেলার কবি সাহিত্যিক,সাংবাদিক ও লেখকরা নিজ নিজ প্রতিভা বিকাশের মাধ্যমে জাতীয়ভাবে স্থান করে নিয়েছেন। আগামী প্রজন্মের ছেলেমেয়েরা আরো ভাল ভাল গবেষনাধর্মী ও বিশ্লেষনমূলক লেখার দ্বারা সুনামগঞ্জের সুনামকে বিশ্বের কাছে ভালভাবে তুলে ধরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। পরে উপস্থিত সুধীজনরা গুনীজনদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।

Discussion about this post