কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের কাঁটা গাং পাড়ায় গত রবিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে ৪টি পরিবারের ৮টি ঘর, ৩টি ছাগলসহ সব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
এতে পরিবারগুলো আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্থ এই পরিবারগুলোর পাশে আর্থিক ও খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ ।
সোমবার বিকেলে সরওয়ার জাহান বাদশাহ্ এমপি’র নির্দেশে তার পুত্র জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাঈখ আল জাহান শুভ্র অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের লোকজনের মধ্যে তিন বস্তা চাল, কম্বল, কাপড়সহ নগদ টাকা প্রদান করেন। এছাড়াও তাদের বিভিন্ন ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোদাচ্ছির হোসেন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মাস্টার ,যুবলীগ নেতা ওয়াসিম কবিরাজ, ছাত্রলীগ নেতা তাশফিন আব্দুল্লাহসহ দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,১৩ মার্চ ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post