ঠাকুরগাঁওয়ে করোনা ভ্যাকসিন গ্রহন করতে আসার সময় অটোচার্জারের চাকার সাথে উড়না পেচিয়ে মুনিরা মুন্নি (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
রোববার(১২ ডিসেম্ভর) পৌর শহরের কলেজপাড়া থেকে সদর হাসপাতালে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মুন্নি করোনা ভ্যাকসিন গ্রহনের জন্য বাসা থেকে একটি অটোচার্জারযোগে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে পৌর শহরের বলাকা হলের সামনে পৌছালে চার্জারের চাকার সাথে তার উড়না পেচিয়ে যায়। এতে তার নি:শ্বাস বন্ধ হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নিকে মৃত ঘোষনা করেন।
সে পৌর শহরের কলেজাপাড়া মহল্লার মানিক শেখের মেয়ে ও ঠাকুরগাঁও সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।
সদর হাসপাতালের জরুরী বিভিাগের কর্তব্যরত চিকিৎসক ডা: মো: মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।