Print Date & Time : 14 September 2025 Sunday 12:31 pm

অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের চেক বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাজাপুর সেতু এবং এর দুইপাশের সংযোগ সড়কের কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর সেতু পরিদর্শন শেষে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের ১৮টি চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল হকের সভাপতিত্বে ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের পরিচালনায় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু, সওজ’র কুলাউড়াস্থ কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ আলম, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী প্রমুখ।

জেলা প্রশাসনের সূত্রের বরাত দিয়ে জানা যায়, কুলাউড়া-পৃথিমপাশা-হাজীপুর-শরীফপুর সড়কের ১৪ কি: মি: পিসি গার্ডার সেতু (রাজাপুর সেতু) ও ৭.৫ কি:মি: সংযোগ সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের ১৮টি চেকের মধ্যে পৃথিমপাশার ১৬ জন ও হাজীপুরের ২ জন উপকারভোগীর মধ্যে ৩৮ লাখ ৪৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

দৈনিক দেশতথ্য//এইচ/