Print Date & Time : 26 August 2025 Tuesday 10:45 pm

অনুদানের নগদ অর্থ ও চেক বিতরণ অসহায় ও দুস্থদের মধ্যে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে কুমারখালী ও খোকসা উপজেলার অসহায় গরিব ও দুস্থদের মাঝে অনুদানের চেক এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের  আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

 অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, খোকসা উপজেলা চেয়ারম্যান আল মাসুম মোর্শেদ (শান্ত), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাফ মাহমুদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৪ জুন২০২৪