Print Date & Time : 9 May 2025 Friday 8:06 pm

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): অন্তবর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে, একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করা বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।

মঙ্গলবার (১১ মার্চ)দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল এবং ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন,দৌলতপুরের কিছু পরিবার নিজেদের রাজা মনে করে এবং জনগণদের তাদের প্রজা মনে করেন। তিনি বলেন দৌলতপুর বাসি কারো অধিনে থাকবেনা।দৌলতপুর বাসি সব সময় বুক ফুলিয়ে,মাথা উচু করে থাকবে। যদি কেউ হাসিনা সরকারের মত দৌলতপুর বাসিকে পরাধীনতার শিকলে আবদ্ধ করে রাখতে চায়, হাসিনা সরকার যেমন পারিনি,আপনারাও পারবেন না। আর এর জন্য যদি আপনাদের বিরুদ্ধে লড়াতে হয়,তাহলে দৌলতপুর বাসিকে সাথে নিয়ে লড়বো।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল,বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা।
উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য আলহাজ্ব আলতাব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রমজান আলী,ভেড়ামারা উপজেলা বিএনপি’র সদস্য সচিব শাহাজান আলী,কেন্দ্রীয় কৃষকদলের সহত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আক্তারুজামান সজল,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান পলাশ,কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সমন্বয় আব্দুল মাজেদ,সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন,কুষ্টিয়া জেলাকৃষকদলের আহ্বায়ক আরিফুল রহমান সুমন,সদস্য সচিব এ্যাডভোকেট নুরুল ইসলাম,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ,সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল,কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।