Print Date & Time : 24 August 2025 Sunday 4:21 am

অপরিপক্ক ক্যামিক্যাল মিশ্রিত ১১৫০ কেজি আম বিনষ্ট

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা,সাতক্ষীরার দেবহাটায় অপরিপক্ক ক্যামিক্যাল মিশানো ১১৫০ কেজি আম বিনষ্ট করলো উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকারের উপস্থিতিতে দেবহাটা ফুটবল মাঠে এই বিষ মিশানো আমগুলো বিনষ্ট করা হয়।

গত কয়েকদিন যাবৎ কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় অপরিপক্ক আম পেড়ে ক্যামিক্যাল মিশায়ে ঢাকায় পাঠানোর চেষ্টা করছে।

এবিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক অভিযানের মাধ্যমে আম জব্দ করা হচ্ছে এবং সেগুলো বিনষ্ট করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা আদায় করা, সাজা প্রদানের পাশাপাশি কয়েক মেট্রিকটন আম বিনষ্ট করা হয়েছে।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার উপজেলা পারুলিয়া ও কামটা এলাকা থেকে ট্রাক ভর্তি অপরিপক্ক ১১৫০ কেজি গোপালভোগ আম জব্দ করেন। আমগুলো বৃহষ্পতিবার সকাল ১১ টায় দেবহাটা পুটবল মাঠে এনে বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, প্রশাসনের একাধিক কর্মকর্তা মাঠে থেকে তদারকির মাধ্যমে এই বিষযুক্ত আমগুলো জব্দ করছেন। ক্যামিক্যাল মিশ্রিত এই আম খেলে মানুষের শরীওে একাধিক সমস্যা ও স্বাস্থ্যহানী ঘটতে পারে। যার কারনে জেলা প্রশাসকের নির্দেশনার আলোকে উপজেলা প্রশাসন এই আম জব্দ, জরিমানা ও বিনষ্ট করছে। ইউএনও আরো জানান, জেলা প্রশাসন সকল ব্যবসায়ী ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে আম পাড়ার একটি নির্দিষ্ট তারিখ ঘোষনা করেছে তিনি সেই আম ক্যালেন্ডার দেখে আম পাড়ার জন্য সকল ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//