নওগাঁ :
নওগাঁর মান্দায় দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় অপহরণের পর নির্যাতন করে চাঁদার টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী হাবিবুর নামে এক যুবক।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে নির্যাতনের স্বীকার মো. হাবিবুর (৩৬) লিখিত বক্তব্যে বলেন, আমি নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা। আমার নিকট পাশ্ববর্তী কাঞ্চন গ্রামের বাসিন্দা ও স্থানীয় প্রভাবশালী মানিকসহ আরও কয়েকজন মিলে ১২ লাখ টাকা চাঁদা দাবি করে।
দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় আমাকে অহরণ করে নিয়ে নির্যাতন করে। পরে আমি বাসায় ফোন করলে আমার পরিবারের সহায়তায় সতিহাট কেটি উচ্চ বিদ্যালয় থেকে আহত অবস্থায় আমাকে উদ্ধার করে।
পরে আমি পল্লী চিকিৎসকের থেকে কিছু এন্টিবায়োটিক ঔষধ খেয়ে প্রাথমিক চিকিৎসা নিচ্ছি । আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এঘটনার সঠিক বিচার দাবি করা হয়।এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,ভুক্তভোগীর স্ত্রী আমেনা বিবি।