রোকাইয়া তিথি, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের (১৩ তম ব্যাচের) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তীকার আত্মহত্যার কারন হিসেবে একই বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত ২০১৮-১৯শিক্ষা বর্ষের (১৪তম ব্যাচ) এর শিক্ষার্থী আম্মান সিদ্দিকী কে সাময়িক বহি:ষ্কার ও দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১৬ ই মার্চ সকালে বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
একই সাথে অভিযুক্ত শিক্ষার্থীকে সহায়তাকারী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলামকে সাময়িক বরখাস্ত ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি থেকে তাৎক্ষণিক অব্যাহতি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ফায়রুজ অবন্তিকা (১৫ মার্চ- ২০২৪-শুক্রবার) কুমিল্লায় তার নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। উল্লেখ সুইসাইডের পূর্বে মৃত্যুর কারণ হিসেবে তিনি ফেইসবুকে দীর্ঘ এক সুইসাইড নোট লিখে যান।
তার এই মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেক হালিম ও ট্রেজারার অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য জবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো:জাকির হোসেন কে আহ্বয়াক করে পাঁচ (৫ সদস্য) বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে বিচারের আশ্বাস দিয়েছেন জবি উপাচার্য।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post