Print Date & Time : 5 August 2025 Tuesday 9:22 pm

অবরোধের প্রতিবাদে গাংনীতে ডা. সাগরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বিএনপির ডাকা অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি, অবৈধ অবরোধ ও সহিংস ঘটনার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.এ,এস,এম নাজমুল হক সাগরের নেতৃত্বে শান্তি সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলের দিকে গাংনীর বামন্দী বাজার থেকে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে গাংনী বাসস্ট্যান্ড এলাকার রেজাউল চত্ত্বরে এসে শেষ হয়।

পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও  জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.এ,এস,এম নাজমুল হক সাগর। এসময় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা আক্তার বানু। কেন্দ্রীয় জাতীয় পার্টির অন্যতম সদস্য সাইফুল ইসলাম সেলিম। মটমুড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি, ইসতিয়াক আহমেদ চঞ্চল। বামুন্দি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিয়াউর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহজাহান আলী, উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক জয় আহমেদ। গাংনী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল আসিল। এছাড়াও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০২,২০২৩//