Print Date & Time : 24 August 2025 Sunday 1:44 pm

অবশেষে গেট ম্যান পেল কুমারখালীর তেবাড়িয়ার মানুষ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ জনবল সংকটসহ নানাবিধ জটিলতায় গেটম্যান বিহীন অরক্ষিত রেল ক্রসিং এ ঝুঁকিপূর্ণ পারাবার থেকে রেহাই মিললো কুমারখালীর বাটিকামারা সংলগ্ন তেবাড়িয়া এলাকার মানুষের। এতে সাধারণ মানুষের পাশাপাশি স্বস্তিতে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী সহ দূর দূরান্তের পথচারীদের। 

বিভিন্ন সময়ে অরক্ষিত রেলক্রসিংয়ে ছোটো বড় অসংখ্য দুর্ঘটনার সাক্ষী এই এলাকার মানুষ। চোখের সামনে দেখেছেন অনেকেই ছোটো বড় দূর্ঘটনা। এর পরেও গেট ম্যানবিহীন বছরের পর বছর ধরে যাতায়াত ছিলো সাধারণ মানুষের। বিভিন্ন সময়ে পত্রপত্রিকাতে এ বিষয়ে লেখালেখির জের ধরে রেলওয়ে কর্তৃপক্ষ উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে গেট ম্যান দেওয়ার ব্যাপারে আশ্বাস দিলেও বাস্তবায়ন আটকে যায় নানা জটিলতায়। অবশেষে গেট ম্যান পেল এই এলাকার মানুষ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্রসিংয়ের ২০০ গজের মধ্যে অবস্থিত কুমারখালী সরকারি কলেজ এবং আশপাশে থাকা আরো বেশ কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের পথ হিসেবে ব্যবহৃত হয় রেলগেটি। গেট ম্যান না থাকায় প্রতিনিয়ত জীবনের  ঝুঁকি নিয়ে পার হতে হয় এ সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। ঝুঁকি এড়াতে বাধ্য হয়ে বিভিন্ন সময়ে স্থানীয়দের অনেকেই  সাময়িকের জন্য গেট ম্যান হিসেবেই দায়িত্ব পালন করেছেন। এ তালিকায় রয়েছে সাধারণ পথচারী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ নানা বয়সের মানুষ। 

এদের মতই একজন স্থানীয় বাসিন্দা চায়ের দোকানী রেখা খাতুন। তার কর্মময় জীবনে বছরের পর বছর ধরে চায়ের দোকানের পাশাপাশি গেট ম্যানের ভুমিকা পালন করেছেন তিনি। নিজের চোখের সামনে অরক্ষিত রেলক্রসিংয়ে দেখেছেন অনেক দূর্ঘটনা। দীর্ঘ প্রতিক্ষার পর গেট ম্যান পেয়ে হাসি ফুটেছে তাই রেখা খাতুনের মুখে।

অরক্ষিত রেল গেটের গেটম্যান পেয়ে রেখা খাতুন এর মতই খুশি কুমারখালী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান। তিনি জানান দীর্ঘদিন ধরে রেলগেটটি অরক্ষিত অবস্থায় ছিল। স্কুল বা কলেজে যাওয়ার সময় আমাদের তারা থাকে। এ সময় থাকে ট্রেনের ও সিডিউল। তাড়াহুড়াতে অনেকেই দুর্ঘটনার শিকার হয়।

এ বিষয়ে কুমারখালী রেলওয়ে ষ্টেশন মাস্টার মোঃ শফিকুল ইসলাম বলেন, জনবল সংকট সহ নানান জটিলতার কারণে দীর্ঘদিন ধরে রেল ক্রসিংটি গেট ব্যাটম্যান বিহীন অরক্ষিত  ছিলো । বিভিন্ন সময়ে পত্র পত্রিকাতে সংবাদ প্রচারের পর বিষয়টি উপর মহলের দৃষ্টিগোচর হয়। দাপ্তরিক নানা জটিলতা কাটিয়ে অবশেষে তেবাড়ীয়া রেল গেটে গেট ম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ধারাবাহিক ভাবে অরক্ষিত সকল ক্রসিং এ গেটম্যান দেয়ার আশ্বাস ও দেন রেলওয়ের এই কর্মকর্তা।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৭ মে ২০২৪