ইব্রাহিম খলিল\
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে গতকাল ১৯ ডিসেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার বেলা ১১ টায় কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে অবস্থিত অবসর ভবনে সমিতির বার্ষিক অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান। প্রধান অতিথী ছিলেন এনডিসি মোঃ তাফসিরুল হক। অনুদান বিতরনের সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা প্রফেসর মোঃ ইয়ার আলী, প্রফেসর সাবিহা সুলতানা, নেহালউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মোঃ আফতাব উদ্দিন, কোষাধ্যক্ষ কাজী শফিকুর রহমান, নির্বাহী সদস্য কদম রসুল ও সানাউল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ নাজমুল করিম। এ বছর মোট ৮৭ জনকে ৯ লক্ষ ২১ হাজার টাকা প্রদান করা হয়। শিক্ষা বৃত্তি দেয়া হয় ১৫ জনকে, চিকিৎসা অনুদান ৩৬ জন, এককালীন অনুদান ৩৬ জন, কণ্যাবিবাহ অনুদান দেয়া হয় ১ জনকে। প্রধান অতিথী নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তার বক্তব্যে উল্লেখ করেন, সারা জীবন সরকারের সার্ভিস দেয়ার পর অবসরের পরেও আপনারা যে সমিতির মাধ্যমে বিভিন্ন কল্যাণমূখী কার্যক্রম পরিচালনা করে আসছেন এটা খুবই প্রশংসার দাবিদার।
এবি//দৈনিক দেশতথ্য //ডিসেম্বর ১৯,২০২৪//