Print Date & Time : 24 August 2025 Sunday 10:43 pm

অবাধ সুষ্ঠ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি: ধর্ম উপদেষ্টা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ অবাধ সুষ্ঠ ইম্পার্শিয়াল একটা নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (২৮ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর রাজশাহী পাড়া এলাকায় জামিয়া রহিমিয়া দারুস সুন্নাহ্ মহিলা মাদরাসা ও বায়তুন নুর জামে মসজিদ এর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরাতো অন্তর্বর্তীকালীন সরকার, কোন বিশেষ রাজনৈতিক দলের প্রতি আমাদের কোন কিছু নেই। উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, আমরা লক্ষ্য করছি আমাদের মনে হয় এগুলো পরিকল্পিত। পুলিশ, র‌্যাব, কোস্ট গার্ড, বিজিবি, গোয়েন্দা সংস্থা পর্যাপ্ত সক্রিয় আছে, আশা করছি চুরি, ডাকাতি, ছিনতাই অতিসত্বর বন্ধ করতে পারবো। তবে কারা আইনশৃঙ্খলা অবনতি ঘটাচ্ছে এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি। তিনি আরও বলে রমজান উপলক্ষে কেউ যদি নিত্য প্রয়োজনীয় বাজারে সিন্ডিকেট বা অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে কঠুর ব্যবস্থা গ্রহণ করা হবে, রমজানের প্রয়োজন মত সব কিছু সরকার মজুদ করে রেখেছে।