Print Date & Time : 21 August 2025 Thursday 12:39 pm

অবৈধভাবে বালু উত্তোলন: ৭টি মাহিন্দ্র গাড়ী আটকে দিল শিক্ষার্থীরা

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে ব্রহ্মপুত্র নদের পাড় থেকে অবৈধভাবে বালু তুল নিয়ে যাওয়ার সময় বালু বোঝাই ৭টি মাহিন্দ্র গাড়ি আটক করে থানায় দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

রবিবার (১৭ নভেম্বর) সকাল ৮টা দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের খানপাড়া প্রতাপঝগড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।
গাড়ি আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৭টি মাহিন্দ্র গাড়ি জব্দ করে থানায় নিয়ে আসে।

মেলান্দহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরেই ভোর সকাল থেকে প্রশাসনকে ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু কেটে নিয়ে যায় একটি মহল। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে জানালেও তারা ব্যবস্থা নিতে পারেনি।
গতরাতে পরামর্শ করে আমরা শিক্ষার্থীরা সকাল ৮টা দিকে ঘটনাস্থলে যেয়ে ৭টি গাড়ি জব্দ করে এসিল্যান্ডকে জানাই। এসময় গাড়ির সঙ্গে থাকা লোকজন আমাদের হুমকি দিয়ে পালিয়ে যায়।
তারা আরও জানান, কোনো নেতা বা কারো সুপারিশে যাতে গাড়ীগুলোকে না ছাড়া হয়। এবার দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে অবৈধভাবে কেউ আর বালু কাটার সাহস না পায়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসনীম জাহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। বালুসহ ৭টি গাড়ি জব্দ করে মেলান্দহ থানায় রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আলমগীর বলেন, ৭টি গাড়ী জব্দ করে থানায় রাখা হয়েছে। পরবর্তীতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।