শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট: লালমনিরহাটে অনুকরণীয় এক দৃষ্টান্ত দেখালে উপজেলা ভূমি কর্মকর্তা। অবৈধ ভাবে ভূ গর্ভস্থ বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালত করে জব্ধ করে নিলামে বিক্রি করেছে।
জেলায় এমন ভাবে জব্দ করা বালু নিলামের ঘটনা প্রথম। গতকাল বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটে কালীগঞ্জের মদাতিতে।
জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের শাখাতি গ্রামের একটি খালে দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন হয়ে আসছিল। ড্রেজার মেশিন লাগিয়ে ভূ -গর্ভস্থ বালু উত্তোলন করে আসছিল প্রভাবশালী সংঘবদ্ধ চক্র। এমন খবরে কালীগঞ্জ উপজেলা প্রশাসন অভিযান চালায়। সেখানেস্তুপ আকারে প্রায় এক হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করে প্রশাসন। এরপর সেই বালু ওপেন নিলামে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এ ধরনের বালু জব্দ করে বিক্রি করার ঘটনা জেলায় এই প্রথম বলে জানা গেছে।
এমন ঘটনা সাহসী ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন দৃষ্টান্তমূলক ঘটনাটি ঘটিয়েছেন গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিতি রায় ।
তার অভিযানের খবরে বালু উত্তোলনকারী বালু খেকো বেলাল হোসেন ও জালাল উদ্দিন পালিয়ে যায়। পরে উপস্থিত সকলের সামনে ওপেন নিলামে স্তুপকৃত বালু তোলা হয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে আলমগীর হোসেন ৫০ হাজার টাকায় স্তুপকৃত বালু কিনে নেয়। এ সময় সেখানে ছিলেন উপস্থিত ছিলেন, মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব, কালীগঞ্জ থানার এসআই আলামিন সহ ভ্রাম্যমান আদালতের ফোর্স।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিতি রায় জানান, এই উপজেলায় অবৈধভাবে ভূ গর্ভস্থ বালু উত্তোলনের খবর পেলে অভিযান করা হবে। স্পট নিলাম দেয়া হবে। একই সাথে গ্রেফতার হলে জেল জরিমানা উভয় দন্ড হতে পারে। ব্যক্তিগত প্রয়োজনে মাটি বালু উত্তোলনে আইন আছে। স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে তোলা যাবে। কাউকে অন্যায় ভাবে হয়রানি করা হবে না। তবে পরিবেশ রক্ষায় নদী, খাল, জলাশয়, কিংবা পুকুর হতে ভূ গর্ভস্থ বালু উত্তোলন করে থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post