Print Date & Time : 12 September 2025 Friday 6:11 pm

অভয়নগরে বোমা হামলায় শীর্ষ চরমপন্থী নিহত

যশোরের অভয়নগরে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সক্রিয় সদস্য ও জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান ফকির (৪২) নামে এক শীর্ষ চরমপন্থী বোমা হামলায় নিহত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জিয়া ফকির ওই গ্রামের দক্ষিণপাড়ার মৃত ওহাব ফকিরের ছেলে। পুলিশ জানিয়েছে নিহতের নামে হত্যাসহ ৪টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে জিয়া ফকির রানাগাতী গ্রামের উত্তরপাড়া মসজিদ মাদ্রাসা বটতলায় একটি চায়ের দোকানে গল্প করতে ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ‘বোমা হামলা’ চালালে বোমা তার পেটে বিস্ফোরিত হলে ঘটনাস্থলে তিনি মারা যান।

স্থানীয়রা জানায়, নিহত জিয়া ফকিরের নামে এলাকায় একটি বাহিনী সক্রিয় ছিল। সেটি জিয়া বাহিনী নামে পরিচিত। ওই বাহিনিপ্রধান জিয়া দীর্ঘদিন ঢাকায় পালিয়ে ছিলেন। চার মাস আগে তিনি এলাকায় ফিরেছেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ককটেলের আঘাতে জিয়া ফকির নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কারা এই ককটেল হামলা চালিয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

দৈনিক দেশতথ্য//এইচ//