চলমান উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা কেন্দ্রে অপেক্ষামান শিক্ষার্থীদের অভিভাবকের মাঝে বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শুভেচ্ছা উপহার বিতরন করেছেন।
রবিবার (২০ আগস্ট ২০২৩) সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা শাখার উদ্যোগে বরগুনা সরকারি মহিলা কলেজ, আলীয়া মাদ্রাসা ও বরগুনা সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে অপেক্ষামান পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে শুকনো খাবার ও সুপেয় পানি বিতরন করেছেন বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো:মুরাদ হোসাইন ও সাধারণ সম্পাদক অ্যাড: সাইমুল ইসলাম রাব্বি। এসময় আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা, সদর উপজেলা ও পৌর সেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা।
এইচএসসি পরীক্ষার্থীদের হলের সামনে অপেক্ষমান কয়েকজন অভিভাবক বলেন, আমাদের ছেলে মেয়েদের পরীক্ষা হলে দিয়ে টানা তিন ঘন্টা হলের সামনে দাড়িয়ে থাকি। বাইরে এত বেশি রোদ, আমরা প্রচন্ড গরমে অতিষ্ট। আজকে বরগুনা জেলা সেচ্ছাসেবক লীগ আমাদের শুভেচ্ছা উপহার হিসেবে সুপেয় পানি, টিসু আর শুকনো খাবার বিতরন করেছে। আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই।
বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক অ্যাড:সাইমুল ইসলাম রাব্বি বলেন, অভিভাবকরা কেন্দ্রের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন আমরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অভিভাবকদের সম্মান জানাতেই এই কর্মসূচীর আয়োজন করেছি ভবিষ্যতেও বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সকল ভালো কাজের পাশে থাকবে।
দৈনিক দেশতথ্য//এইচ/
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post