সুনামগঞ্জ প্রতিনিধি : ১৯৭৫ সালের ১৫ আগস্টের শোকাবহ ঘটনা নিয়ে ‘অভিশপ্ত আগস্ট’ নামের নাটকের পঞ্চাশতম মঞ্চায়ন করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ।
প্রায় এক ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির নাটকটি ৯ জানুয়ারি রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে মঞ্চস্থ করা হয়। নাটকে অভিনয় করেন বাংলাদেশ পুলিশ নাট্যদল। নাটকের পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি, মোঃ হাবিবুর রহমান পিপিএম এবং রচনা ও নির্দেশনায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমান।
নাটকটিতে ৩২টি চরিত্র রয়েছে। নাটকে খন্দকার মোশতাক এর চরিত্রে নারায়নগঞ্জ জেলার পুলিশ পরিদর্শক জাহিদুর রহমান অভিনয় করেন। ভৃত্য/ক্যাপ্টেন হুদা চরিত্রে ওমর ফারুক রনি, স্বপ্নের সৈনিক ১/ মেজর আজিজ পাশার চরিত্রে হাসিবুর রহমান (শান্ত), স্বপ্নের সৈনিক ২/সুবেদার মেজরের চরিত্রে রেদওয়ান আহম্মেদ, স্বপ্নের সৈনিক ৩/ মেজর রশীদের চরিত্রে সিফাত, সৈনিক ৪ এর চরিত্রে বিপ্লব চন্দ্রপাল, স্বপ্নের নারী ১ এর চরিত্রে নুসরাত শারমীন, স্বপ্নের নারী ২ চরিত্রে নাট্যকর্মী নাদিয়া আফরিন নিলা, সিদ্দিকুর চরিত্রে মোস্তাফিজুর রহমান, সাজেদা চৌধুরী চরিত্রে দীপা রানী, আইভি রহমানের চরিত্রে সাদিয়া, মুহিত/ বি. গ্রেঃ খালেদ মোশাররফ চরিত্রে বিনয় কুমার, পরীবানু চরিত্রে তামান্না তমা, তাহের উদ্দিন ঠাকুর/ সৈনিক ৮ চরিত্রে রাকিবুল হাসান, মাহবুবুল আলম চাষী চরিত্রে মীর ফয়সাল, শেখ কামাল চরিত্রে শোয়াইবুর রহমান, মেজর ফারুক চরিত্রে সোহাগ হোসাইন, রমা চরিত্রে আবুল হোসেন, আবুল চরিত্রে আলী আকবর, মতিন/সিদ্দিকুর চরিত্রে মিজান, মেজর মহিউদ্দিন চরিত্রে মেহেদী হাসান (প্রিন্স), মেজর নূর চরিত্রে মাহাবুবুল আলম সবুজ, রিসালদার মোসলেহ উদ্দিন চরিত্রে বিশ্বনাথ,মেজর ডালিম/মতিন চরিত্রে রুহুল আমিন (হিরু),সৈনিক ৫ চরিত্রে মাসুদুর রহমান, সৈনিক–৬ চরিত্রে ইষা জাফরান সান, সৈনিক ৭ চরিত্রে নুরু মিয়া, মিউজিক করেছেন সৌরভ দাস অভিনয় করেন।
নাটকে তামান্না তম কসটিউমস ডিজাইন, শোয়াইবুর রহমান সেট ডিজাইন, সোহাগ মিউজিক ডিরেক্টর, সৌরভ দাস মিউজিক প্রক্ষেপণ, নূরু মিয়া বাঁশি, প্রিন্স স্টেজ ম্যানেজার, শোয়াইব ও নূরু মিয়া মঞ্চসজ্জা, অম্লান বিশ্বাস আলোক সজ্জা এবং সোহাগ রূপসজ্জা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, চীফ জুডিসিয়েল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহিম,পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান (বিপিএম),সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন,রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংকজ কান্তি দে ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক বাউল আল–হেলালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post