হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):অমর একুশে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো. শাহীদুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা সিদ্দিকা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুর রহমান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মির্জা কে ই তুহিন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. খাদিমুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, সাংবাদিক,আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ, দৌলতপুর উপজেলার সুনাম অক্ষুণ্ন রাখার স্বার্থে অমর একুশে উদযাপন উপলক্ষে গৃহীত সব কর্মসূচি সুশৃঙ্খল, সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবার সর্বাত্মক ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post