ইয়াছিন আলী, স্টাফ রিপোর্টার: সাভার নগরীর আশুলিয়া অর্কিড স্কুল এন্ড কলেজ স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার বাইপাইল সন্দীপ প্লাজায় এলাকার ঐতিহ্যবাহী ওই হাইস্কুল প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আবু তাহের আব্বাসী। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মাসুদ পারভেজ রুবেল সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম রাসেল আব্বাসী ।
অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন রওনক ইসলাম রনি পরিচালক হাজী হাসান মডেল, জনাব কামাল হোসেন অধ্যক্ষ সাউথ ভিশন স্কুল এন্ড কলেজ ,মোহাম্মদ নাসির উদ্দিন সভাপতি আদর্শ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ,অত্র স্কুলের শাখাপ্রধান মাসুদুর রহমান মাসুদ, সহকারী প্রধান শিক্ষক জুলহাস শেখ, জাতীয় দৈনিক সময় কাগজ প্রতিনিধি ইয়াছিন আলী সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
মন্ডলঅনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন
Discussion about this post