Print Date & Time : 6 July 2025 Sunday 8:18 am

অর্থের অভাবে চিকিৎসা বন্ধঃ হাঁসপাতালে কাতরাচ্ছে অগ্নিদগ্ধ শিশু

সাত বছর বয়সী শিশু সাজ্জাত হোসেন অগ্নদগ্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। টাকার অভাবে আটকে গেছে চিকিৎসা।

জানা যায়, গতমাসে (নভেম্বর) শিশু সাজ্জাত সহপাঠিদের সঙ্গে খেলতে গিয়ে ধান সিদ্ধ করা চুলায় পড়ে যায়। এসময় তার পরনের গামছায় আগুন লেগে কোমর থেকে হাঁটু পর্যন্ত পুড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে ভর্তি করানো হয়। দীর্ঘ এক মাস চিকিৎসা দেওয়ার পরও শিশুটি সুস্থ্য না হওয়ায় গতকাল সেখানকার ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রের্ফাড করেন।

কিন্তু দিনমজুর পিতা-মাতা ইতিমধ্যে কাজের উপর অগ্রিম টাকা ও বাড়ির পালিত গবাদি পশু বিক্রি করে সন্তানের চিকিৎসা করেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার মতো সামর্থ না থাকায় শিশুটি এখন হাঁসপাতালের বেডে ছটফট করছে।

শিশু সাজ্জাতের পিতা নুর মোহাম্মদ বলেন, আমার যা ছিলো সব বিক্রি করে সন্তানের চিকিৎসা করেছি। ডাক্তার বলেছে ঢাকা না নিয়ে গেলে অনেক বড় সমস্যা হবে। আমি মানুষের বাড়িতে কাজ করি। যেগুলো টাকা ছিলো তা দিয়ে চিকিৎসা করেছি। এখন টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না। আজ টাকার অভাবে আমার সন্তান হাঁসপাতালের বেডে যন্ত্রনায় কাতরাচ্ছে। আল্লাহ যে এমন পরিক্ষা আর কোন পিতাকে না দেয়।

অগ্নিদগ্ধ শিশু সাজ্জাত ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার হরিপুর ইউনিয়নের তারবাগান গ্রামের দিনমজুর নূর মোহাম্মদের ছেলে।