পারিবারিক অশান্তির কারণে বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে থাকা ব্যাংক কর্মকর্তা রাজীব আহমেদকে উদ্ধার করেছে কুমারখালী থানা পুলিশ।
নিখোঁজের ২২দিন পর শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে খুলনার একটি আবাসিক হোটেল থেকে থাকে উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম।
রাজীব আহমেদ পূবালী ব্যাংকের কুমারখালী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। পূবালী ব্যাংকের কুমারখালী শাখায় তিনি গত বছরের জানুয়ারিতে বদলি হন। চাকরির সুবাদে পরিবারের সদস্যদের নিয়ে কুমারখালীতে ভাড়া বাসায় থাকতেন।
জানা গেছে, ব্যাংক কর্মকর্তা রাজীব কুমারখালী শেরকান্দি এলাকায় ভাড়া বাসা থেকে নিয়মিত ব্যাংকে যাওয়া-আসা করতেন। দুই সন্তান নিয়ে তার স্ত্রীর রায়হানা বেগম মাসখানেক ধরে তার বাবার বাড়ি খোকসাতে ছিলেন। গত ২১ ডিসেম্বর রাতে রাজীব তার স্ত্রীকে মুঠোফোনে জানান ২২ ডিসেম্বর তিনি গ্রামের বাড়ি ভেড়ামারা যাবেন। এরপর ২২ ডিসেম্বর সকালে থেকে রাজীবের ফোন বন্ধ পাওয়া যায় এবং নিখোঁজ হন।
তাকে কোথাও খুঁজে না পাওয়ায় ২২ ডিসেম্বর রাতে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন রাজীবের স্ত্রী রায়হানা পারভীন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাদের সংসার জীবনে পারিবারিক কলহ ছিল। পারিবারিক অশান্তির কারণে তিনি খুলনার একটি আবাসিক হোটেলে আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে কুমারখালী থানা পুলিশ তাকে উদ্ধার করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, পারিবারিক অশান্তির কারণে আত্মগোপনে ছিলেন ব্যাংক কর্মকর্তা। নিখোঁজের বিষয়টি জানার পর থেকে তাকে উদ্ধারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে আসছিল কুমারখালী থানা পুলিশ। অবশেষে তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুলনা এলাকায় তার অবস্থান জানতে পেরে কুমারখালী থানা পুলিশ তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করে। তাকে খুলনা থেকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৩ জানুয়ারি ২০২৪
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post