Print Date & Time : 10 May 2025 Saturday 7:19 pm

অষ্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ২

অষ্টগ্রাম প্রতিনিধি, (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) ভোর রাতে অষ্টগ্রাম থানা পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে সঞ্জব আলী (৪০) ও সাইফুল হক শাহিন (৪০) নামে দু’জনকে ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সঞ্জব আলী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানদীঘির পারের বাসিন্দা সুরত আলীর পুত্র ও অষ্টগ্রাম বড় বাজারের একজন ব্যবসায়ী এবং সাইফুল হক শাহিন একই ইউনিয়নের আড়ারপাড়ের বাসিন্দা আমিনুল হকের পুত্র। তিনি পেশায় একজন শিক্ষাণবীশ আইনজীবি। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।