Print Date & Time : 22 August 2025 Friday 6:53 am

অষ্টগ্রামে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারে অর্থ প্রদান

মো. নজরুল ইসলাম. স্টাফ রিপোর্টার, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রামে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারে নগদ অর্থ প্রদান করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অষ্টগ্রাম হেলিপ্যাড ময়দানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারে নগদ অর্থ প্রদান ও তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক রমজান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র আন্দোলনে নিহত তনয় চন্দ্র দাসের পরিবারের কাছে নগদ দুই লক্ষ টাকা হস্তান্তর করেন।
স্বাধীনতার পর এই প্রথম অষ্টগ্রামে বাংলাদেশ জামাতে ইসলামীর দোয়া ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অষ্টগ্রাম উপজেলা শাখার আমির আশরাফুল হকের সভাপতিত্বে উক্ত দোয়া ও সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শাখার সহকারী সেক্রেটারী শামসুল আলম সেলিম ও বায়তুল মাল সেক্রেটারী মোশারফ হোসাইন লোকমান।
এখানে উল্লেখ্য যে, নিহত তনয় দাস উপজেলার ভাটিনগরের বাসিন্দা হরিকান্ত দাসের পুত্র ও কুলিয়ারচর কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তিনি ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে গাজীপুরের বোর্ড বাজারে পুলিশের গুলিতে নিহত হন।