Print Date & Time : 26 August 2025 Tuesday 9:45 am

অষ্টগ্রামে ফসলী জমি ভরাটের অভিযোগ

মো. নজরুল ইসলাম, হাওরাঞ্চল প্রতিনিধি (কিশোরগঞ্জ): সরকারি আইন অমান্য করে প্রশাসনের অনুমতি ছাড়া কিশোরগঞ্জের অষ্টগ্রামের বাঙ্গালপাড়া ইউনিয়নের নাথপাড়া এলাকার ফসলী জমি ভরাট করে চলেছে একটি প্রভাবশালী মহল।

এলাকাবাসী জানায়, ওই জমিতে বোরো ধানসহ নানা ফসল উৎপন্ন করত কৃষকরা। জমিটি ভরাটের ফলে একদিকে নষ্ট হচ্ছে ফসলী জমি, অন্যদিকে বাঙ্গালপাড়া বাজার, নাথপাড়াসহ পুরু এলাকার পয়:নিষ্কাশন বিঘ্নিত হওয়ার আশংকাসহ স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

ফলে মারাত্নক সমস্যা ও পরিবেশ দূষণের আশংকায় রয়েছে বাসিন্দারা।
সরজমিনে গেলে এলাকাবাসী জানায়-বাঙ্গালপাড়া মৌজার ৩৩৯৫ দাগের প্রায় ১ একর অর্পিত সম্পত্তিসহ ৩৪২৮,৩৪৩৫,৩৪৬৭,৩৪৬৮, দাগের প্রায় ৫/৬ একর নামা ফসলী জমি নদী থেকে বালু তুলে ভরাট ও শ্রেণি পরিবর্তন করা হচ্ছে যেখানে শত শত মণ বুরো ধানসহ বিভিন্ন ফসল ফলানো হত। উক্ত জমি ভরাট করা হলে পুরু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টিসহ পয়নিষ্কাশনের মারাত্মক সমস্যা সৃষ্টি হবে বলে জানান এলাকাবাসী।

এ বিষয়ে উক্ত জমির একাংশের মালিক মনিরের এ প্রতিনিধিকে জানান, কবরস্থান ও মক্তব নির্মাণের জন্য উক্ত জায়গা ভরাট করা হচ্ছে।
বাঙ্গালপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রুস্তম মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান, উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়েই উক্ত জায়গায় মাটি ভরাট করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ প্রতিনিধিকে জানান, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//