Print Date & Time : 24 August 2025 Sunday 9:57 am

অষ্টগ্রামে মাদ্রাসা ছাত্রীদের মাঝে বস্ত্র বিতরণ

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মাদ্রাসা ছাত্রীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

২৬ এপ্রিল (শুক্রবার) সকালে ইকরা কালচারাল সেন্টার ইউএসএ’র অর্থায়নে উপজেলার কাস্তুলের জামিয়া রহমানিয়া মাদ্রাসা মিলনায়তনে প্রায় দেড় শতাধিক হতদরিদ্র ছাত্রীদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়।

মাদ্রাসার মোহতামিম মাও. আসাদুল্লাহর সভাপতিত্বে উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম সাগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নীল গণগ্রন্থাগার পাঠক ফোরামের সভাপতি শরীফ উদ্দিন, স্বপ্নীল গণগ্রন্থাগার পরিচালনা পরিষদের সাংগঠনিক সম্পাদক আমিনুল হক নজরুল। এসময় মাদ্রাসার সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//