Print Date & Time : 23 August 2025 Saturday 1:47 am

অষ্টগ্রামে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

রবিবার (১১ আগষ্ট) সকালে উপজেলার অষ্টগ্রাম বড় বাজার, বউ বাজার, জিরো পয়েন্ট, কাস্তুল বাজার ও হোসাইনী বাজারে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তারা।
দীর্ঘদিন এসব হাট-বাজার পরিষ্কার পরিচ্ছন্ন না করায় ময়লা আবর্জনার স্তুপে পরিণত হয়েছিল। সকাল থেকে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে প্রায় শতাধিক শিক্ষার্থী এ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত লাগান।
শিক্ষার্থীরা জানান, ‘শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ নয়, পর্যায়ক্রমে আমরা জনগণকে সাথে নিয়ে উপজেলার বাজার মনিটরিংসহ সব সড়ক সংস্কারের কাজ করবো।’