‘এদেশে অসাম্প্রদায়িক চেতনা ধংসের মূল হোতা বিএনপি’ মন্তব্য করে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, মির্জা ফখরুলরা অসুর বধের কথা বলছেন, আসলে অসুরতো তারাই।
২০০১ সাল থেকে ২০০৬ সালে অসুরের দানবের মত তারা ২৬ হাজার আওয়ামীলীগ নেতাকর্মী হত্যা করেছে। গ্রেনেড হামলাসহ বার বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। জনগণই তাদের বধ করে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। তাদের মুখে অসুর বধের কথা এ যেন ভুতের মুখে রাম নাম। জনসমর্থন নেই বলেই আজ তারা ছোট ছোট দলগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করছে।
আগামী নির্বাচনে রাজনৈতিক জোট নিয়ে জিএম কাদেরের মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ১৪ দলীয় জোটের ভাঙনের কোন সুযোগ নেই। দলকে শক্তিশালী করতে অনেকেই অনেক কথা বলবে, সময় হলে এসব যে যোক্তিক হবে না বলেই মনে করেন হানিফ।
বুধবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশতথ্য// জা// ০৫-১০-২০২২//

Discussion about this post