Print Date & Time : 25 August 2025 Monday 12:51 am

অস্ত্র ও গুলিসহ সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া মিরপুরের অস্ত্র ও গুলিসহ সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাসকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২০ এপ্রিল)  রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাদিমপুর স্কুল মাঠ থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

এ ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।বিষয়টি  নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তফা হাবিবুল্লাহ।

 গ্রেপ্তার সোহেল রানা বিশ্বাস বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তফা হাবিবুল্লাহ  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বহলবাড়ীয়া এলাকায় মাদক অভিযানে যায় পুলিশ। এ সময় খাদিমপুর স্কুল মাঠ থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ সোহেল রানাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মিরপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এবিষয়ে মিরপুর উপজেলা যুবলীগের সভাপতি কাশেম জোয়াদ্দার বলেন, সোহেল রানা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক। তাকে অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে নেতাদের সাথে বৈঠক করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২০ এপ্রিল ২০২৪