Print Date & Time : 17 July 2025 Thursday 9:40 pm

অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও প্রশিক্ষণ শিবির উদ্বোধন

মো. ফয়সাল আলম, রাজশাহী প্রতিনিধি : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব এসো দেশ বদলাই পৃথিবী বদলাই উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের পরিচালনায় অনাবাসিক প্রশিক্ষণের জন্য বাছাইকৃত ৪০ জন বালক বালিকা ও প্রতিযোগিতার জন্য ১০০ জন বালক বালিকা নিয়ে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও অনাবাসিক প্রশিক্ষণ শিবির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগিতা ও প্রশিক্ষন শিবিরের উদ্বোধন ও বালক বালিকাদের মাঝে জার্সি বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন।

জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব, রাজশাহী শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুবনা ইয়াসমিন, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার, জাতীয় ক্রীড়া পরিষদের উপ-পরিচালক মোঃ মোবারক করিম, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোঃ তৌফিকুর রহমান রতনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।