কুষ্টিয়ায় আইনজীবীর বাসায় নার্সিং শিক্ষার্থী রহস্যজনক মৃত্যুর ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকান্ড হিসেবে অভিযোগ এনে নিহতের মা এজাহার দিলেও তা মামলা হিসেবে আমলে না নেয়া ও পুলিশের গড়িমসির প্রতিবাদসহ জড়িতদের গ্রেফতার দাবিতে পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন শেষে স্মারকলিপি দেয়া হয়েছে।
বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসন চত্বরে এই মানব বন্ধনে এলাকাবাসী অংশ নেয়। স্মারকলিপিতে ঘটনার শুরু থেকে পরবর্তী প্রতিটা পদক্ষেপে সরাসরি পুলিশের গড়িমসির অভিযোগ এনে সঠিক তদন্তের জন্য মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি’তে) হস্তান্তরের দাবি জানান।
তবে এবিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব জানান, ‘এঘটনায় স্মারকলিপি দেয়ার কি আছে ? অলরেডি হত্যা মামলা দায়ের হয়েছে, পুলিশ এখন প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহন করবেন’।
উল্লেখ্য বছর খানেক আগে আইনজীবী মাহমুদুল হাসান সুমন জান্নাতুল ফেরদৌস তুলি(২০)নামে কুষ্টিয়া নার্সিং ইন্সস্টিটিউটের ১ম বর্ষের এক ছাত্রীর সাথে গভীর ভাবে প্রেমের সর্ম্পকে জড়িয়ে পড়ে। এই অবস্থায় ওই আইনজীবী সম্প্রতি অন্যত্র বিয়ে করার সংবাদ পেয়ে বৃহষ্পতিবার বিকেলে নিহত তুলি আইনজীবী সুমনের বাসায় গিয়ে অস্বাভাবিক মৃত্যুর শিকার হন।
ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকান্ডের অভিযোগ এনে নিহতে মা সদর উপজেলার মোল্লাতেঘড়িয়া গ্রামের ওহিদুল ইসলামের স্ত্রী শরিফা খাতুন বাদি হয়ে ৫জনের নামোল্লেখসহ আর ৫/৬জন অজ্ঞাতদেও বিরুদ্ধে অভিযোগ এনে এজাহার দেন কুষ্টিয়া মডেল থানায়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৪ আগষ্ট ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post