রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি :
জামালপুরে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও দুয়া কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা ।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়েছে।
মিছিলটি শহরের ফৌজদারি মোড় শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে সরকারি আশেক মাহমুদ কলেজে এসে দুয়া কর্মসূচি পালন করে পুনরায় মিছিল নিয়ে শহরের পাচ রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় বৈষম্য বিরুধী আন্দোলনের নেতাকর্মী, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের আইনবিভাগের শিক্ষার্থীরা ও জেলার সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
এসময় শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফারিয়া নাজনীন শাওন, ইমামুল, শিহাব মিয়া ও তানভীর রহমান বাপ্পারাজ বক্তব্য দেন।
বক্তৃতায় তারা বলেন, আমরা এর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই এবং যিনি আইনজীবী হিসেবে সহযোগিতা করেন তারাই যদি হত্যাকান্ডের শিকার হন তাহলে আমাদের জীবন নিয়েও শঙ্কা বোধ করি। সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বা দল মত এদের নিয়ে কেউ রাজনীতি না করতে পারে সেদিক থেকে আমরা প্রশাসনের সহযোগিতা চাই।
তারা আরও বলেন, বাংলাদেশ ধর্মীয় উস্কানি দিয়ে নানা রকম ভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলার জন্য নানা রকম পরিকল্পনা গ্রহণ করেছে। যখন উদয় হয় সে সময় ইসলামী সংগঠনগুলো ও রাজনৈতিক সংগঠনগ তাদের পূজা মন্ডপ গুলো পাহারা দেয়। আমরা কোন ধর্মের বিরুদ্ধে নয়।
কেও এটাকে প্রমাণ করতে চাইছে যে বাংলাদেশে নির্যাতিত। এই প্রোপাগান্ডা যাতে না ছড়ায়, এটা রুখে দিতে চাই। আমরা সুস্থ তদন্ত সাপেক্ষে আইনজীবী হত্যার বিচার চাই।

Discussion about this post