Print Date & Time : 13 September 2025 Saturday 2:42 am

আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর শংকা, আ.লীগ নেতার

পটুয়াখালীর বাউফলের আ.লীগ নেতা এমপি ফিরোজ’র বিরুদ্ধে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর শংকা করে স্যোশাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন নিজ দলের উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার।

শনিবার রাত ৮ টায় তার নিজ ফেইসবুক স্ট্যাটাসে তিনি আরো উল্লেখ করেন ৭ জানুয়ারি নির্বাচনের পরে নিজ এলাকা বগাসহ বাউফল উপজেলার যে কোন জায়গায় আইন শৃঙ্খলার অবনতি হলে আ স ম ফিরোজ সাহেবই দায়ী থাকবেন। এ ঘটনায় বাউফলসহ পটুয়াখালীতে আওয়ামী লীগের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার জানান, আজ বিকালে বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আসম ফিরোজ সাহেবের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

এ জনসভায় প্রার্থী ফিরোজ সাহেব তার বক্তব্যে নানা ধরনের উস্কানীমূলক বক্তব্য দেন। যাতে তিনি শংকা করেন আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটাবে। বিষয়টি তিনি দলীয় ফোরামসহ আইনের আশ্রয়ও নেবেন বলে জানান।
তিনি আরো বলেন, শুরুতে তিনি স্বতন্ত্র প্রার্থী হাসিবুল আলমকে সমর্থন দেন। পরে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করে নিলে আবার এমপি ফিরোজ সাহেবকে সমর্থন দেন। আর এ কারনে সে ক্ষুদ্ধ হয়ে এ ধরনের বক্তব্য দেন।

ফেইবুকে দেয়া আব্দুল মোতালেব হাওলাদারের স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হল। ‘‘আজ ৩০/১২/২০২৩ তারিখ আ.স.ম ফিরোজ এম পি সাহেব বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে যে বক্তব্য রেখেছেন তাতে স্পষ্ট হয় ৭ জানুয়ারির সংসদ নির্বাচনের পরে বগা ইউনিয়নে আইন শৃঙ্খলার অবনতি ঘটাবেন,
বগা ইউনিয়নসহ বাউফল উপজেলার যে কোন জায়গায় আইন শৃঙ্খলার অবনতি হলে আ স ম ফিরোজ সাহেবই দায়ী থাকবেন।
(আবদুল মোতালেব হাওলাদার সাধারণ সম্পাদক বাউফল উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান বাউফল উপজেলা পরিষদ। বাউফল, পটুয়াখালী)’’

এ বিষয়ে আসম ফিরোজের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, আমি ফেইসবুক চালাইনা, সেখানে কি লিখছে না লিখছে আমি জানিনা। দেখিও নাই।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী জানান, তিনি বাইরে ছিলেন। তাই এ ধরনে কোন কিছু তার জানা নাই। আচরণ বিধি লঙ্ঘন হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ অভিযোগ করলে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য রিটানিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//