Print Date & Time : 25 August 2025 Monday 3:29 am

আইসিএমএবির ঢাকা ব্রাঞ্চের চেয়ারম্যান নজরুল, শাহানা সেক্রেটারী

নিজস্ব প্রতিবেদক:
মুহাম্মদ নজরুল ইসলাম এফসিএমএ ও শাহানা পারভীন এফসিএমএ দি ইনস্টিটিউট অব কষ্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল(ডিবিসি) চেয়ারম্যান ও সেক্রেটারী নির্বাচিত।১৩ ফেব্রুয়ারি ডিবিসির প্রথম সভায় ২০২৪ সালের জন্য তাদের সাথে কমিটিতে মান্নান বেপারী এফসিএমএ ও মোঃ জাকারিয়া হাবিব খান শিশির এফসিএমএ ভাইস-চেয়ারম্যান ও ট্রেজারার পদে নির্বাচিত হন।

নতুন চেয়ারম্যান নজরুল বর্তমানে সন্ধানী লাইফ ফাইন্যান্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে কর্মরত আছেন। তিনি ২০১৯ সালে ডিবিসির ট্রেজারার, ২০২১ ও ২০২২ সালে সেক্রেটারী ও ২০২৩ সালে ভাইস-চেয়ারম্যান পদে ও দায়িত্ব পালন করেন।

মান্নান বর্তমানে এসবিএসি ব্যাংক পিএলসি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও সিএফও পদে কর্মরত আছেন। তিনি ২০২১ সালে ডিবিসির ট্রেজারার ও ২০২৩ সালে সেক্রেটারীর দায়িত্ব পালন করেন। শাহানা বর্তমানে আইসিডিডিআর’বি প্রতিষ্ঠানের সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার পদে কর্মরত আছেন। তিনি ২০২২ সালে ডিবিসির ট্রেজারারের দায়িত্ব পালন করেন। শিশির বর্তমানে লুইস ড্রেফাস কোম্পানী বাংলাদেশ প্রাইভেট লিং এর কান্ট্রি ম্যানেজার পদে কর্মরত আছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//