কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নে কামালপুর গ্রামে মোঃ ইদবার শা নামে এক চাষি আখ ক্ষেতে গাঁজার চাষ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ( ২৭শে জুন) দুপুরে দিঘলকান্দী ক্যাম্প ইনচার্জ এস আই মোঃ জামাল হোসেনের চৌকস অভিযানে পুলিশ গিয়ে ইদবার শা’র আখ ক্ষেত থেকে ৮টি গাঁজার গাছসহ তাকে আটক করে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ইদবার শা তার আবাদি জমিতে আখের সঙ্গে গাঁজার চাষ করছেন। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান পরিচালনা করে ৮ টি গাঁজার গাছসহ তাকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে দৌলতপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
জা/দেশতথ্য//২৭-০৬-২০২২//১০.০৯ পিএম
প্রিন্ট করুন
Discussion about this post