কুষ্টিয়া থেকে নূর মোহাম্মদ রবিউল:
আগামী শুক্রবার ৩রা জৈষ্ঠ তথা ১৭ মে কুষ্টিয়ার সূফী সাধক হযরত মাওলানা আবুল হোসেন শাহ (রঃ)-এঁর ৫ম তম ওফাত দিবস।
আল্লাহর প্রেরিত এই মহামানব তৎকালীন ব্রিটিশ ভারত বর্ষ তথা পূর্বাঞ্চলীয় রাজ্যে পশ্চিমাবঙ্গের অন্তর্গত বর্ধমান বিভাগের হুগলী জেলার ভাদলপুর নামক গ্রামে ১১ ই এপ্রিল, ১৯১৭ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন মাওলানা সৈয়দ মোহাম্মদ হোসেন ও মাতা মহিয়সী জান্নাতুল ফেরদৌস।শিশুকালের ৩ বছর বয়সে মা ও ১২ বছর বয়সে তাঁর পিতা ইন্তেকাল করেন। এরপর ভাষা পন্ডিত তাঁর স্বীয় চাচা মাওলানা সৈয়দ কুতুব উদ্দিন (র.) এঁর কাছে বড় হন। তারপর ধর্মের সত্যতা প্রচারে ভারত থেকে বাংলাদেশে (কুষ্টিয়া) আসেন। এরপর থেকে এই মনীষী বিভিন্ন স্থানে ও জনপদের মানুষের মাঝে ধর্মের সত্য ও নিগুর রহস্যের বাণী প্রচার করে গেছেন। তাঁর দীর্ঘ জীবনের ধ্যান-সাধনার অমিয় সুধা, বিনয়, নম্রতা ও কোমল ছোঁয়ায় বহু দিশাহীন মানুষ খুঁজে পেয়েছেন প্রশান্তির পথ।
আধ্যাত্মিক সাধক হযরত মাওলানা আবুল হোসেন শাহ (রঃ) আল্লাহর মনোনীত ওলী-আউলিয়াদের মধ্যে ছিলেন একজন। তিনি নিজের দায়িত্বরত কর্ম সম্পন্ন করে পবিত্র রমজান মাসের উত্তম ও বরকতময় দিন (১১ রমজান, ১৪৪০ হিজরী), ৩রা জৈষ্ঠ্য, ১৪২৬ বঙ্গাব্দ, ১৭ মে, ২০১৯ খ্রীস্টাব্দ সকাল ১০ ঘটিকায় আল্লাহর নূরের পর্দার আড়ালে শায়িত হন।
এবি//দৈনিক দেশতথ্য//১৫ মে ২০২৪//
প্রিন্ট করুন
Discussion about this post