কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন ,আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও সুন্দর হবে এবং তা সারা পৃথিবীর মানুষের নিকট গ্রহণযোগ্যতা পাবে বলে মন্তব্য করেছেন ।
গতকাল শনিবার টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানের দোখলা রেঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন, নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক হোসাইন মো. নিশাদের সভাপতিত্বে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, টেকসই বন ও জীবিকা প্রকল্পের পরিচালক গোবিন্দ রায়, ডিএফও সাজ্জাদুর রহমান, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন , উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. ইয়াকুব আলী, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বন বিভাগের কর্মকর্তা কর্মচারী, দলীয় নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ/