Print Date & Time : 12 September 2025 Friday 11:39 pm

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে —হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ (এমপি) বলেছেন, ‌আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।

সোমবার (১০ জুলাই) কুষ্টিয়ার হরিপুরে গড়াই নদীর ভাঙন পরিদর্শন ও তীর সংরক্ষণ কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ (এমপি) বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ২০১৩ সালে যখন সরকার পতনের একদফা আন্দোলনের কর্মসূচি দিয়েছিলেন তারপর থেকে সেই একদফা কর্মসূচি তো আছেই। বিএনপি যতই আন্দোলন করুক লাভ হবে না। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।

আগামী ১২ জুলাই তারুণ্যের সমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলন কর্মসূচীর ঘোষণা দেওয়া হবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই এক দফার কর্মসূচিতো আমরা বহু দেখেছি। বাংলদেশে আমাদের কূটনৈতিক বিদেশি মেহমানরা আসছেন এইসব বিদেশী কূটনৈতিক মেহমানদের কাছে নিজেদের শো-ডাউনের মাধ্যমে শক্তি ও সাংগঠনিক অবস্থা জাহির করার জন্য তারা ১২ তারিখে একটা কর্মসূচী দিয়ে স্টান্ডবাজি করছেন।

তিনি বলেন, বিএনপির মূল ভরসার জায়গা হচ্ছে বিদেশি ষড়যন্ত্র। কারণ দেশের জনগণের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই, দেশের জনগণও তাদের পক্ষে নেই। দেশের জনগণ যদি পক্ষে না থাকে তাহলে কোনো আন্দোলনও সফল হয় না। এই কথা আমরা বহুবার বলেছি, এটা বিএনপিও জানে। জানে বলেই তাদের এখন মূল ভরসার জায়গা বিদেশী ষড়যন্ত্রের ওপরে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১০ জুলাই ২০২৩