Print Date & Time : 15 September 2025 Monday 11:41 am

আগুনে পুড়ে নিঃস্ব, খোলা আকাশের নিচে পরিবারটি

শেখ সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: জেলার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে অগ্নিকান্ডে একটি পরিবারের ঘরবাড়ি মুহুর্তে পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারটি একদম নিঃস্ব হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।

জানা গেছে, বুধবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার দালালপাড়া গ্রামে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্থ আনোয়ারের পরিবারটি ইটভাটায় দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। আগুনের লেলিহান শিখা মূহুর্তে সবকিছু কেড়ে নিয়েছে। মূহুর্তে নিঃস্ব হয়ে গেছে। পরিবারটি সব হারিয়ে এখন নিঃস্ব। খোলা আকাশে দিনাতিপাত করছে। অধাহাওে অনাহাওে রোজা রেখেছে সবলে। ঘরের বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ঘরের আসবাবপত্র, নগদ টাকা-পয়সা সব পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি। এক কাপড়ে সকলে ঘর হতে বেড়িয়ে জীবন রক্ষা করেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন জানান, তাঁকে পুনর্বাসনের চেষ্টা করতে আর্থিক সহায়তা করা হবে। আর্থিক সহযোগিতার জন্য হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হবে।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম সিদ্দিকী জানান, অগ্নিকান্ডের পরিবারটি সবকিছু হারিয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

দৈনিক দেশতথ্য//এসএইচ//