বকুল চৌধুরী : আজ শারদীয় দূর্গোৎসব ১৮২৮ কুষ্টিয়া জেলায় ২৫২টি মন্ডপে শারদীয়া দূগাপূজা উদযাপিত হবে । হিন্দু ধর্মবলম্বীদের সর্ববৃহৎ ধমীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মবলীদের মধ্যে শারদীয় উৎসবের আগমনী বার্তা বয়তে শুরু করেছে। কুষ্টিয়াজেলা ২৫২টি মন্দির ও মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে ।২৫২টি মন্দির মন্ডপে প্রতিমা তৈরির কাজ সমাপ্ত হয়েছে। এর মধ্যে দোলতপুর উপজেলা ১৬টি মন্ডপে, ভেরামারা উপজেলা ৯টি মন্ডপে মিপুর উপজেলায় ২৩টি মন্ডপে, খোকসা উপজেলায় ৬৩টি মন্ডপে, কুমারখালী উপজেলায় ৫৯টি মন্ডপে ও কুষ্টিয়া সদর উপজেলায় ৮২ টি ।আজ ১১ই অক্টোবর প্রতিমার বধন/আসন গ্রহণ ও মহা ষষ্ঠীর মাধ্যমে দূর্গাপূজা শরু, ১২ই অক্টোবর মহা সপ্তমী, ১৩ ই অক্টোবর মহা অষ্টমী, ১৪ই অক্টোবর মহা নবমী, ১৫ই অক্টোবর মহা দশমী ।
হিন্দু ধর্মবলী পন্ডিতরা জানা যায় মা দেবী দূর্গা প্রতিমা স্বর্গে কৌলাস পর্বত হতে দেবী দূর্গা ঘোড়ায় চরে মর্তে আগমন এবং শুভ বিজয়ী দশমী বিশর্জন মাধ্যমে ভক্তদের কাদিয়ে দোলায় করে স্বর্গে কৌলাস পর্বতে গমন করবে। সরকার প্রতি মন্ডপে ৫শ কেজি করে চাউল ইতি মধ্যে বরাদ্ধ করেছে উক্ত চাল মন্ডপে আগত দরিদ্র ভক্তদের মধ্য বিতরণ করা হবে বলে জানা গেছে। জেলার বিভিন্ন পূজা মন্ডপে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য নিয়োগ ব্যবস্থা করা হয়েছে।

Discussion about this post