Print Date & Time : 12 September 2025 Friday 9:59 am

আজ মাহবুব উল আলম হানিফ এমপির মিরপুরে আগমন

মিরপুর প্রতিনিধি ॥ আজ শুক্রবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেন ও হাই ডেফিনেশন ডিস্পেনসারী উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করবেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।

এসময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা পিযুশ কুমার সাহাসহ হাসপাতালের কর্মকর্তারা।

উদ্বোধন শেষে মাহাবুব উল আলম হানিফ উপজেলা পরিষদ চত্তরে এক আলোচনা সভায় যোগ দেবেন এবং শেষে উপজেলা পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের বাইসাইকেল ও সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করবেন।