মনিরুজ্জামান জুলেট, উপকূলীয় প্রতিনিধিঃ পুরনো একটি বিদ্যুতের খুঁটি কয়েকটা এলাকার মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
পূর্ব আটুলিয়া ১৩০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার পাশে স্থাপিত সচল বিদ্যুৎ লাইনের সাপোর্ট খুঁটিটি নিচের অংশের খোয়া ঝরে পড়ছে হালকা বাতাস হলেই ভেঙ্গে যেতে পারে।
এর ফলে শর্টসার্কিট হয়ে যে কোনো সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের আশঙ্কা রয়েছে।
সাবস্টেশন থেকে ঢালাইয়ের তৈরি খুঁটির মাধ্যমে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহের পর দীর্ঘদিন অতিবাহিত হয়েছে। এরকম একটি খুঁটির নিম্নাংশে মরিচা ধরেছে,এর ফলে এ রাস্তায় চলাচল করা এখন খুবই ঝুঁকিপূর্ণ।
খুঁটিটির উত্তর পাশে , সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও দক্ষিণ ৫/৭ টা বসতি বড়ি অবস্থিত। এখান দিয়ে প্রতিনিয়ত বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করে। ফলে সবাই আতঙ্কে আছে- কখন না জানি বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে পুরনো বিদ্যুতের খুঁটিটি অপসারণ করে নতুন একটি খুঁটি স্থাপন করা দরকার।
মোঃ কবির হোসেন বলেন বিদ্যুতের একটি খুঁটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যার গোড়ার দিকে ক্ষয় হয়ে গেছে। হেল্পলাইনে একাধিকবার জানানোর পরও বিদ্যুৎ বিভাগ সেটি কখনও পর্যবেক্ষণ আসেনি, পাশে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা মসজিদ ও ৫/৭ টি বসতি বাড়ি আছে এখানে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে । ৫/৬ টি পরিবার সহ পথচারীরা আতঙ্কে আছে যে কোন মুহুর্তে ঘরের উপরে পড়তে পারে,।
সরেজমিনে দেখা গেছে, পশ্চিম আটুলিয় ৩ ওয়ার্ড সারিকার প্রাথমিক বিদ্যালয় ও মসজিদের সামনে বিদ্যুতের অভ্যন্তরীণ সঞ্চালন লাইনের একটি খুঁটি গুরুতর ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। খুঁটির গোড়া একেবারে ক্ষয় হয়ে গেছে, যা যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এই খুঁটির মাধ্যমে ২২০ ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন সংযোগ রয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খুঁটির আশপাশ দিয়ে চলাচল করছেন বিভিন্ন যানবাহন, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ, যা দুর্ঘটনার সম্ভাবনা আরও বাড়িয়ে দিচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ৬/৭ মাস ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বিদ্যুতের এই খুঁটি। বারবার বিদ্যুৎ বিভাগকে জানানো সত্ত্বেও খুঁটিটির স্থায়ী সমাধানে এগিয়ে আসেনি। খুঁটির গোড়া প্রায় সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হওয়ায় যেকোনো সময় বড় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
খুঁটিটি পরিবর্তনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ ব্যাপারে ভুক্তভোগীরা দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছেন, যেন তাদের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত হয়।
শহিদুল ইসলাম নামের একজন স্থানীয় বাসিন্দা বলেন, এই বিদ্যুতের খুঁটিটির গোড়া পুরোপুরি ক্ষয় হয়ে গেছে। খুঁটিটির অবস্থা খুবই নাজুক, যে কোনো সময় এটি ভেঙে পড়ে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এলাকায় অনেক শিশু ও বৃদ্ধ রয়েছেন, প্রতিদিন সবাই এই ঝুঁকিপূর্ণ খুঁটির নিচ দিয়ে চলাচল করে। আমরা চাই বিদ্যুৎ বিভাগ দ্রুত পদক্ষেপ নিক এবং স্থায়ীভাবে খুঁটিটি পরিবর্তন করুক।”

Discussion about this post